হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাব্বির দেওয়ান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতের ওই ঘটনায় আজ মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাব্বির টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নম্বর ব্লকের বাসিন্দা।

পুলিশ ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কিশোরীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এম সাফায়ত ওসমান বলেন, নির্যাতিত কিশোরীর পরিবারের সঙ্গে অভিযুক্ত সাব্বিরের সম্পর্ক ছিল। কিশোরী একজন মানসিক ভারসাম্যহীন। সাব্বির প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন। গত শনিবার সাব্বির ওই বাসায় একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। রাতে স্বজনেরা বাসায় ফিরলে কিশোরী ঘটনাটি তাঁদের জানায়। পরে আজ মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন