রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকায় ছুরিকাঘাতে শফিক (১৯) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বনগ্রামে একটি তামার কারখানায় কাজ করতেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনগ্রাম হাজি মসজিদের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করে।
শরিফের সহকর্মী মো. ফরহাদ জানান, তারা ওয়ারী বনগ্রামে একটি তামার কারখানার কাজ করেন। সেখানেই থাকতেন। আজ কারখানা বন্ধ। সন্ধ্যার দিকে শরিফ বনগ্রাম হাজি মসজিদের সামনে ছিলেন। এ সময় কে বা কারা তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল কি না তা বলতে পারছেন না ফরহাদ। তবে ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় মারামারির ঘটেছিল।
শরিফের বাড়ি রংপুরে। কারাখানাতেই থাকতেন। তবে তাঁর বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি তাঁর সহকর্মীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, শরিফের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।