হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) মারা গেছেন।

আজ সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী সদর থেকে গুরুতর অবস্তায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সাদেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় অপর গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২৫) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে আজ বিকেল ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে পাশে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন। আশরাফুল ইসলাম জেলা ছাত্রদলের নেতা। তাঁরা সর্বশেষ ঘোষিত জেলা ছাত্রদলের কমিটিতে পদ পাননি। 

কমিটিতে পদ না পাওয়া ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহসভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদ না পাওয়া নেতা-কর্মীরা আন্দোলন করছিলেন। এর জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনাও ঘটে। 

ছাত্রদলের কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় এলাকায় মোটরসাইকেল মহড়া করে বিক্ষোভ করছিলেন ছাত্রদলে পদ না পাওয়া নেতা-কর্মীরা। তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় ছাত্রদলের অপর পক্ষের নেতা-কর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কমিটিতে পদ না পাওয়া সাদেক ও আশরাফুল। পরে তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

জেলা ছাত্রদলের কমিটি থেকে সম্প্রতি বহিষ্কার হওয়া সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এ হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনকেই গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।’ 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অপর জনকে আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।’

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি