হোম > অপরাধ > ঢাকা

মঞ্চ থেকে সেলিম ওসমানের ফোন গায়েব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন চলাকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। একই সময়ে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি সানাউল্লাহ সানুসহ আরও বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছে।

আজ শুক্রবার সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের এমন তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

সম্মেলন শেষে সন্ধ্যায় সেলিম ওসমান সাপোর্টার্স ফোরাম ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘বন্দর সমরক্ষেত্র মাঠে জাতীয় পার্টির সম্মেলন মঞ্চ থেকে মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান সাহেব এর মোবাইল ফোনটি হারিয়ে গেছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত মোবাইল ফোনটি পেয়ে থাকেন। তাহলে পৌছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো, মোবাইলটি পৌছে দেওয়া হলে উক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।’ 

বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন সেলিম ওসমানের ব্যক্তিগত সহকারী বিশ্বজিত দাস। তিনি বলেন, ‘এমপি সেলিম ওসমানের ফোন এখনো পাওয়া যায়নি। আমরা যথাসাধ্য খোঁজ করছি।’

এদিকে মোবাইল হারানো অন্তত পাঁচজন জাপা নেতা বলেছেন, সংঘবদ্ধ একটি পকেটমার চক্র এই ধরনের কাজ করে থাকতে পারে। মঞ্চে থাকা নেতাদের ফোন একযোগে গায়েব হয়ে যাওয়া পরিকল্পিত চুরি ছাড়া আর কিছুই নয়। ভিড়ের সুযোগ পেয়ে এসব মোবাইল চুরি করে নিতে সক্ষম হয়েছে চোরেরা।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি