হোম > অপরাধ > ঢাকা

স্কুলের নিয়ন্ত্রণের দ্বন্দ্বে খুন হন অধ্যক্ষ, মরদেহের খোঁজে অভিযান   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ১৩ জুলাই থেকে নিখোঁজ সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিনটু চন্দ্র বর্মণের মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে র‍্যাব। স্কুলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই তাঁর তিন সহকর্মী এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। মূল হত্যাকারীসহ তিনজনকে এরই মধ্যে আটক করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় অভিযান চালানোর তথ্য জানানো হয়। তারা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় মিনটু বর্মণের মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়।

বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে জানান, মিনটু বর্মণকে হত্যার পর লাশ টুকরো করে স্কুলের মাঠেই পুঁতে ফেলা হয় এমন তথ্য দিয়েছেন আটক ব্যক্তিরা। সবাইকে সঙ্গে নিয়েই অভিযান শুরু করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, হত্যার পর মিনটু বর্মণের মরদেহ ছয় টুকরা করে স্কুলের মাঠে পুঁতে ফেলার পর মাথা বিচ্ছিন্ন করে উত্তরায় দক্ষিণখানের আশকোনা এলাকায় একটি ডোবায় ফেলা দেওয়া হয়।

সাত বছর ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতেন মিনটু চন্দ্র বর্মণ। তিনি সেখানকার আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। ২০১৯ সাল মিনটু চন্দ্র বর্মণসহ চারজন মিলে জামগড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়েন। অন্য তিন সহপ্রতিষ্ঠাতা হলেন শামসুজ্জামান, রবিউল ইসলাম ও মোতালেব। মিনটু চন্দ্র বর্মণ ছিলেন অধ্যক্ষের দায়িত্বে।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ