হোম > অপরাধ > ঢাকা

বাসায় কাজ নিয়ে চুরি করাই ৪ বোনের পেশা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

জেলায় জেলায় ঘুরে বাসায় চুরি করে একটি চক্র। এই চক্রের সদস্য চার বোনকে রাজধানীর উত্তরা থেকে হাতেনাতে আটক  করেছে পুলিশ। তাঁরা হলেন—আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) ও পিয়ারা খাতুন (২৫)।

উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে চুরির চেষ্টাকালে আজ মঙ্গলবার সকালে তাঁদের আটক  করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। 

আটক চার বোন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে মুন্নি আক্তার ও পিয়ারা খাতুন আপন দুই বোন। আকলিমা খাতুন ও তামান্না আক্তার তাঁদের চাচাতো ও ফুপাতো বোন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় চুরির চেষ্টাকালে চার বোনকে হাতেনাতে আটক  করা হয়েছে। আটক হওয়া চারজন বিভিন্ন জেলায় ঘুরে বাসায় কাজের বাহানায় ঢোকেন। পরে তাঁরা সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু তাঁরা একেক সময় একেক জেলায় ঘুরে ঘুরে চুরি করতেন, তাই তাঁদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বেগ পেতে হয়।’

ওসি মহসীন বলেন, ‘এর আগেও রাজধানীর মিরপুরে বাসাবাড়িতে চুরির অভিযোগে আটকের পর মামলা হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ 

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার