হোম > অপরাধ > ঢাকা

বাসায় কাজ নিয়ে চুরি করাই ৪ বোনের পেশা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

জেলায় জেলায় ঘুরে বাসায় চুরি করে একটি চক্র। এই চক্রের সদস্য চার বোনকে রাজধানীর উত্তরা থেকে হাতেনাতে আটক  করেছে পুলিশ। তাঁরা হলেন—আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) ও পিয়ারা খাতুন (২৫)।

উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে চুরির চেষ্টাকালে আজ মঙ্গলবার সকালে তাঁদের আটক  করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। 

আটক চার বোন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে মুন্নি আক্তার ও পিয়ারা খাতুন আপন দুই বোন। আকলিমা খাতুন ও তামান্না আক্তার তাঁদের চাচাতো ও ফুপাতো বোন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় চুরির চেষ্টাকালে চার বোনকে হাতেনাতে আটক  করা হয়েছে। আটক হওয়া চারজন বিভিন্ন জেলায় ঘুরে বাসায় কাজের বাহানায় ঢোকেন। পরে তাঁরা সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু তাঁরা একেক সময় একেক জেলায় ঘুরে ঘুরে চুরি করতেন, তাই তাঁদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বেগ পেতে হয়।’

ওসি মহসীন বলেন, ‘এর আগেও রাজধানীর মিরপুরে বাসাবাড়িতে চুরির অভিযোগে আটকের পর মামলা হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ 

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার