হোম > অপরাধ > ঢাকা

এক জেলায় ইজিবাইক-ভ্যান চুরি করে অন্য জেলায় বিক্রি করতেন তাঁরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে চুরি হয়ে যাওয়া ব্যাটারিচালিত চারটি ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তাঁরা চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক-ভ্যান ছিনতাই করতেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর গ্রামের সাইফুল প্যাদা (২৬), মাদারীপুরের বাজিতপুরের রাজু হাওলাদার (২৫), একই গ্রামের জাফর হাওলাদার (৫২) ও রাজৈর উপজেলার শ্রীনাথদি বাজিতপুরের খোকন সরদার (৫৮)। 

সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম জানান, মাদারীপুর জেলার কালকিনি থেকে ১৪ নভেম্বর সোহেল হাওলাদার নামের এক যুবককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র। গুরুতর অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মোস্তফাপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজু হাওলাদার ও সাইফুল প্যাদা নামের দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাফর হাওলাদার ও খোকন সরদারকে বাজিতপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি। 

এ সময় ছিনতাই করা চারটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি ইজিবাইক ও ভ্যান চুরি আসছে। তাঁদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। 

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান সিদ্দিকী শামীম বলেন, মাদারীপুর থেকে চুরি করা ভ্যান ও ইজিবাইক শরীয়তপুরে বিক্রি করে চক্রটি। আর শরীয়তপুর থেকে যেগুলো চুরি করা হতো, তা বিক্রি করা হয় মাদারীপুরে। যাতে মালিকেরা এগুলো চিনতে না পারে। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। 

জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছরে পাঁচটি থানায় শতাধিক চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৫০ জনকে। এর মধ্যে ভ্যান ও ইজিবাইক চুরির ঘটনা আছে ৩০টি।

রাজধানীর উত্তরা‌য় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন