রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিল একটি চক্র। সড়কের পাশে পার্কিং করে রাখা মোটরসাইকেলের তালা নকল চাবি দিয়ে খুলে মোটরসাইকেল নিয়ে যেত। এভাবেই চক্রের অন্যতম সদস্য খালেক গত আট বছরে একাই চুরি করেছেন ৫০০-৭০০টি মোটরসাইকেল।
সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় গতকাল শুক্রবার চাঁদপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তাররা হলেন—মো. খালেক হাওলাদার ওরফে সাগর আহম্মেদ (৪৮) ও মো. জিসান আহমেদ ওরফে সম্রাট (২২)।
খালেকের নামে এ পর্যন্ত ১৫টি মামলার তথ্য পেয়েছে ডিবি। তিনি ঢাকা থেকে মোটরসাইকেল চুরি করে চাঁদপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছেন।
আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।