মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের ৩ দিন পর আল-আমীন (৭) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটি উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উপজেলার বেরুন্ডি গ্রামের সাপের ভিটা নামক স্থান থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানা-পুলিশ। ।
শিশুটির স্বজনরা বলেন, গত শনিবার সকালে আল-আমীন বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে রাস্তায় খেলতে বের হয়। দুপুরে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তাকে খুঁজে না পেয়ে পরদিন রোববার শিশুটির বাবা সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বেরুন্ডি গ্রামের বাঁশ ঝাড় থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে হত্যাকারীদের খুঁজে আইনের আওতায় আনা হবে।