হোম > অপরাধ > ঢাকা

৯৯৯-এ কল, চট্টগ্রামে অপহৃত দুই শিশু সিলেটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে চট্টগ্রাম থেকে অপহৃত দুই শিশুকে সিলেটে উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। 

আনোয়ার সাত্তার জানান, সকাল সোয়া ১০টায় মোবারক নামে একজন ব্যক্তি সিলেটের দক্ষিণ সুরমার পূর্বাশা মার্কেট এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি একজন ব্যবসায়ী, পূর্বাশা মার্কেটে তাঁর একটি ট্রাক্টর স্পেয়ার পার্টসের দোকান রয়েছে। সকালে দোকান খুলতে এলে মার্কেটের পাশে দুটি কান্নারত শিশু দেখে তাদের কাছে এগিয়ে যান। শিশু দুটির কাছ থেকে জানতে পেরেছেন, তারা দুটি চট্টগ্রামে থাকে।

ওই ব্যক্তি আরও জানান, বুধবার বিকেলে মাঠে খেলাধুলা করার সময় এক লোক তাদের সঙ্গে ভাব জমিয়ে কিছু খেতে দেয়, এরপর তাদের ঘুম চলে আসে। সকালে তারা ঘুম ভেঙে দেখে তাদের হাত-পা বাঁধা অবস্থায় একটি খালি কন্টেইনারের মধ্যে রয়েছে। অনেক চেষ্টা করে বাঁধন খুলে দেখতে পায় একটি রেল স্টেশনের কাছে আছে। এরপর তারা হাঁটতে হাঁটতে তাঁর দোকানের সামনে চলে আসে। এরপর ওই ব্যক্তি ৯৯৯-এ ফোন দেন।

 ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার জানান, ৯৯৯-এ কলটি রিসিভ করেন কনস্টেবল মামুনুর রশিদ। কনস্টেবল মামুন তাৎক্ষণিকভাবে দক্ষিণ সুরমা থানায় বিষয়টি জানান। এরপর ৯৯৯ ডিসপ্যাচার এসআই মো. ফজলে হাসান শাহ কলার এবং সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশি তৎপরতার হালনাগাদ নিতে থাকেন। 

সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানার একটি দল ঘটনাস্থলে যায় এবং শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু দুটির একটির নাম আলাউদ্দীন (১৪), বাবার নাম কনু মিয়া। অপরজন ফয়সাল (৭), বাবার মৃত বাদশা মিয়া।

দুজনই কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা। পরিবারের সঙ্গে চট্টগ্রামে থাকে। এরই মধ্যে শিশু আলাউদ্দীনের বাবার সঙ্গে দক্ষিণ সুরমা থানা-পুলিশের যোগাযোগ হয়েছে। তিনি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন