হোম > অপরাধ > ঢাকা

ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিল ও হাজারীবাগ এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। 

ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন আব্দুর রাজ্জাক লিটন (৫২) ও লিপি রহমান (৪০)। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

মেহেদী হাসান আজকের পত্রিকাকে জানান, ডিএনসির ঢাকা উত্তর মেট্রোর কাছে গোয়েন্দা তথ্য আসে একটি আন্তজেলা মাদক কারবারি চক্র দীর্ঘদিন পাইকারি ও খুচরা মাদক সরবরাহ করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা থেকে একটি চালান ঢাকায় এনে সরবরাহ করবে, এমন তথ্যে ঢাকা মেট্রো উত্তরের একটি দল মতিঝিল ও হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে ১৩ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী টেকনাফ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এ ছাড়া চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার