হোম > অপরাধ > ঢাকা

বুকে অস্ত্র ঠেকিয়ে বলে, ‘আমরা মাল নিতে এসেছি, জান নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরখান থানার ভাটুলিয়া এলাকায় বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে পাঁচ ডাকাত। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এ সময় বুকে ও গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাত দলের সদস্যরা হুমকি দিয়ে বলে, ‘টাকাপয়সা কোথায় রেখেছিস বল। আমরা মাল নিতে এসেছি, জান নিতে আসিনি।’

আড়াই মাস আগের ওই ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম। গতকাল সোমবার টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

ডিবিপ্রধান হাফিজ আক্তার বলেন, গত ৪ এপ্রিল মধ্যরাতে রাজধানীর উত্তরখান থানার ভাটুলিয়া এলাকার ৭ নম্বর বাসার বাসিন্দা আহসান উদ্দিন। প্রতিদিনের মতো বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে জানালার গ্রিল কেটে পাঁচজনের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে। রুমে ঢুকে বৈদ্যুতিক বাল্বের সুইচ অন করলে আহসান উদ্দিনের ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ডাকাত দলের একজন আহসান উদ্দিনের স্ত্রী শান্তা আক্তারের ওড়না দিয়ে তাঁর দুই হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। ডাকাত দলের একজন তাঁর বুকের ডান পাশে পিস্তল ঠেকিয়ে রাখে এবং অপর এক ডাকাত তাঁর ঘাড়ে রাম দা রেখে স্ত্রী শান্তাকে বলে, ‘তোর শ্বশুর কোথায় টাকা রাখছে বের করে দে।’ তখন আহসান উদ্দিনের স্ত্রী শান্তা বলেন, ‘আমাদের যা আছে সব নিয়ে যান, কিন্তু আমাদের পরিবারের কারও কোনো ক্ষতি কইরেন না।’ তখন ডাকাত দলের একজন বলে, ‘আমরা মাল নিতে আসছি, কারও জান নিতে আসিনি।’ অস্ত্রের মুখে জিম্মি করে আহসান উদ্দিনের বাসার আলমারি, ওয়ার্ডরোব, শোকেসসহ অন্যান্য আসবাব তিনটি সোনার চেইন, দুটি কানের দুল, এক জোড়া হাতের বালা, দুই সেট গলার হার, তিনটি সোনার আংটি, একটি ডিএসএলআর ক্যামেরা, পাওয়ার ব্যাংক, বিছানার চাদরসহ মূল্যবান কাপড় এবং ৩ লাখ ৩১ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এই ঘটনায় উত্তরখান থানায় মামলা করেন আহসান উদ্দিন।

হাফিজ আক্তার আরও জানান, অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনাটি ডিএমপির গোয়েন্দা পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ তদন্ত শুরু করে। মামলাটি তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে উত্তরখান থানার ভাটুলিয়া এলাকায় ডাকাতির ঘটনায় ছয়জনের একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাত চক্র জড়িত। টঙ্গী পূর্ব থানার নোয়াগাঁও এলাকার তিস্তা গেট এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৩২), মো. সবুজ (৩৪), মো. ওমর (৩০) ও ওসমান গনি স্বপন (৪০)। তাঁদের কাছ থেকে একটি সোনার চেইন, ১৪ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, ২টি লিভার, ২টি স্লাই রেঞ্চ, একটি স্ক্রু ড্রাইভার ও একটি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবিপ্রধান জানান, এই চক্রের সদস্যরা অনেকগুলো ডাকাতি ও চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন।

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত