হোম > অপরাধ > ঢাকা

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মেয়েকে (১৯) ধর্ষণের অভিযোগে সৎ বাবার নামে মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযুক্ত কামাল হুসাইন খানকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে গত ১৫ নভেম্বর দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত কামাল হুসাইন নেত্রকোনার পূর্বধলা থানার পাঠাবোকা বন্দের বাড়ি গ্রামের মইজদ্দিন খানের ছেলে। তিনি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, প্রায় ১২ বছর আগে ওই তরুণীর বাবা মারা যান। পরে তাঁর মা অভিযুক্ত কামাল হুসাইনকে বিয়ে করেন। এরপর গত দুই বছর যাবৎ ওই সৎ বাবা একাধিকবার তরুণীকে ধর্ষণ করেন। গত ১৫ নভেম্বর ফের ধর্ষণ করলে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান ওই তরুণী। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে সৎ বাবার নামে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে আজ দুপুরে ওই তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

ভুক্তভোগী তরুণী বলেন, ‘প্রায় দুই বছর যাবৎ আমাকে আমার সৎ বাবা ধর্ষণ করছিল। বিষয়টি কাউকে জানালে আমার মাকে তালাক দেবেন বলে ভয়ভীতি দেখান। এ জন্য এত দিন আমি কাউকে কিছু জানাতে পারিনি। কিন্তু ১৫ নভেম্বর আমাকে বাসায় একা পেয়ে ফের ধর্ষণ করেন। তাই বাধ্য হয়ে পরিবারের সবাইকে বিষয়টি জানাই এবং আজ মামলা দায়ের করি।’ 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃত কামাল হুসাইনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপরদিকে, ভুক্তভোগী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার