হোম > অপরাধ > ঢাকা

মাদ্রাসাছাত্রের মেরুদণ্ড ভেঙে ফেলার ঘটনায় ২ জনের নামে মামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মাদ্রাসাছাত্র ফায়েজ হাওলাদারকে (৮) মারধর করা ও আছাড় দিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার আহত ফায়েজ হাওলাদারের মা শ্যামলী আক্তার মাদারীপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন। 

আহত ফায়েজ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে। 

মামলার আসামিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যারেট কেয়ার মাদ্রাসার অভিযুক্ত নুরানী শিক্ষক মাহাদী হাসান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইমরুল কায়েম। অভিযুক্ত শিক্ষক মাহাদী হাসানের বাড়ি পিরোজপুরে। 

মামলায় জানা গেছে, গত সোমবার ভোরে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যারেট কেয়ার মাদ্রাসার নাযেরা বিভাগের শিক্ষার্থী ফায়েজ হাওলাদারকে ঘুম থেকে শ্রেণিকক্ষে ডেকে নেন প্রতিষ্ঠানের শিক্ষক মাহাদী হাসান। এ সময় ফায়েজকে শ্রেণিকক্ষে উঠে দাঁড়াতে বলেন তিনি। শিক্ষকের কথা মতো না দাঁড়িয়ে, শ্রেণিকক্ষেই ঘুমিয়ে পড়ে ওই শিক্ষার্থী। এতে শিক্ষক মাহাদী হাসান রাগান্বিত হয়ে ফায়েজকে বেত্রাঘাত করেন। একপর্যায়ে শিক্ষার্থীকে তুলে আছাড় দেন। এ সময় শিক্ষক ওই শিক্ষার্থীকে বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন। ঘটনার পরদিন মঙ্গলবার মারধরের শিকার শিক্ষার্থী বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয় এবং শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা শেষে ধরা পড়ে শিশুটির মেরুদণ্ড ভেঙে গেছে। বুধবার রাতে ওই শিক্ষার্থীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায় চিকিৎসক। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় দুজনের নামে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক আছেন। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪