হোম > অপরাধ > ঢাকা

টঙ্গিবাড়ীতে শিশু হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দুই বছরের শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হন।

এ সময় তাঁদের শান্ত করতে তাৎক্ষণিক সেখানে ছুটে আসেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মো. নাহিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাসেদুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান। বিক্ষোভকারীদের ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শান্ত হয়ে বাড়ি ফিরে যান বিক্ষোভকারীরা।

নিহত শিশুর বাবা নূর আলম বলেন, ‘আমার কাছ থেকে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ চাইছিল। টাকা দিতে না পারায় তারা আমার মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে।’

টঙ্গিবাড়ী থানা ওসি মো. রাজিব খান বলেন, ‘আমরা সঠিকভাবে তদন্ত করতেছি। দুজন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ড আবেদন করেছি।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সকালে শিশু ফাতেমা আক্তার নিখোঁজ হয়। পরবর্তী সময় অপহরণের কথা বলে শিশুটির পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ আলী নূর ও মোক্তার হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। ১১ ফেব্রুয়ারি সকালে নিখোঁজের ১৫ দিন পর ফাতেমার হাতের কবজি ও পায়ের পাতাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ