হোম > অপরাধ > ঢাকা

মেয়ের বয়সী মেয়েকে নিয়ে পালিয়েছে, স্বামীর বিচার চান অপহরণকারীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেছেন। 

গত বুধবার (২ ফেব্রুয়ারি) মামলাটি করা হয়। ছাত্রীর মায়ের অভিযোগ, তাঁদের ভাড়া বাসার ম্যানেজার ও সেলুন দোকানি দীপক চন্দ্র শীল ওরফে সুনীল (৪৫) তাঁর ১৩ বছর বয়সী মেয়েকে অপহরণ করেছে। 

জানা গেছে, অপহরণের শিকার কিশোরী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ঘটনার দিন ক্লাস শেষে বাসায় ফেরার পথে সুনীল তাকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হচ্ছে।

নিখোঁজ ছাত্রীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সে মেজো। গত ৩১ জানুয়ারি স্কুল থেকে ফেরার পথে দীপক চন্দ্র শীল আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। দীপকের স্ত্রী-সন্তান আছে। তার পরও আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। পাঁচ দিনেও আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। থানায় মামলা করেছি।’

এদিকে দীপকের স্ত্রী বলেন, ‘আমার স্বামী অপরাধ করেছে। সে এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন মেয়ের সঙ্গে এমন কাজ করেছে। একবার আমি তাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। পরে হাত-পা ধরে মাফ চেয়েছে। আমার মেয়ের বয়সী আরেকটি মুসলিম মেয়েকে নিয়ে সে পালিয়েছে। আমি তার বিচার চাই।’

স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় হওয়া মামলার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা কাজ করছেন।’ মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন ওসি।

পরে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার বলেন, ‘আমি কাজ করছি। অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুতই উদ্ধার হবে।’

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি