হোম > অপরাধ > ঢাকা

মাদারীপুরে চাঁদাবাজি মামলায় কারাগারে শিক্ষক  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ধুরাইল কপালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন চাঁদাবাজি মামলায় ৯ দিন ধরে জেলা কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফারুক হোসেনের কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা কারাগারের জেলার শঙ্কর কুমার মজুমদার। ফারুক হোসেন ওই ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামের আজহার মোড়লের ছেলে। 

মামলার এজাহার থেকে জানা যায়, ফারুক হোসেনসহ ছয়জনের নামে একই এলাকার আ. কুদ্দুস মোড়ল বাদী হয়ে ২০২১ সালের ১ সেপ্টেম্বর মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটির তদন্তভার গোপালগঞ্জের পিবিআইয়ের কাছে প্রদান করেন। পিবিআই তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। মামলার আসামিরা জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। সুপ্রিম কোর্ট ২০২১ সালের ২৫ নভেম্বর ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করেন। 

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আসামিরা চলতি মাসের ৪ জানুয়ারি মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ এবং জামিনের আবেদন করেন। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা ফারুক হোসেন ও ফরিদ মোড়লকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। 

শিক্ষক ফারুক হোসেন ৯ দিন ধরে কারাগারে থাকলেও বিষয়টি জানেন না সদর উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার।

এ ব্যাপারে ধুরাইল কপালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর জাহান বলেন, ‘সহকারী শিক্ষক ফারুক হোসেন ১ জানুয়ারি আমার কাছে তিন দিনের জন্য ছুটির আবেদন করেছেন। পরে তাঁর পরিবার থেকে মৌখিকভাবে জানানো হয়েছে একটি মামলায় ৪ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন তিনি। আমাকে তাঁর পরিবার থেকে লিখিতভাবে কিছুই জানানো হয়নি। তাই আমি এটিও স্যারকে লিখিতভাবে বিষয়টি জানাতে পারিনি।’

সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মশিউর রহমান বলেন, ‘ফারুক হোসেন কারাগারে থাকার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানাননি। এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 

মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা খাতুন বলেন, ‘ধুরাইল কপালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন কারাগারে আছেন তা আমি জানি না। আমাকে লিখিতভাবে জানানো হয়নি। এখন আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখব।’ 

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪