হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি বিস্কুট কারখানার নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। 

এ ঘটনায় আজ রোববার সকালে ভুক্তভোগীর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

গ্রেপ্তাররা হলেন—সোনারগাঁ উপজেলার নানাখী পূর্বপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মো. মমিন, একই এলাকার আ. হালিমের ছেলে আবু হানিফ ও শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার মনু গ্রামের ফজলুল হকের ছেলে মো. ফয়সাল। 

মামলার ভুক্তভোগীর স্বামী উল্লেখ করেন, উপজেলার একটি বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতেন তাঁর স্ত্রী। সেই সুবাধে সাখাওয়াত হোসেন নামে একজনের সঙ্গে তাঁর স্ত্রীর বন্ধুত্ব হয়। গত ১০ ফেব্রুয়ারি কেনাকাটার জন্য তাঁর স্ত্রী স্থানীয় একটি বাজারে গেলে সাখাওয়াতের সঙ্গে দেখা হয়। এ সময় তাঁর স্ত্রীকে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে নানাখী এলাকায় একটি পরিত্যক্ত মুরগির ফার্মে নিয়ে প্রথমে সাখাওয়াত ধর্ষণ করেন। পরে মো. মমিন, মো. ফয়সাল ও হানিফ পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন আসামিরা। পরে তাঁর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান আসামিরা। 

সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘নারী শ্রমিক ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’ 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান