হোম > অপরাধ > ঢাকা

চাকরি দেওয়ার নামে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি দূতাবাসসহ বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রবি পল গমেজ (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, রবি পল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং তিনি এই প্রতারণা চক্রের মূল হোতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। 

আজাদ রহমান জানান, রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকায় আরএস এন্টারপ্রাইজ নামের একটি অফিস খুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসসহ বিভিন্ন সংস্থায় লোভনীয় বেতনে চাকরি দেওয়ার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। এই বিজ্ঞাপন দেখে হাসেম মিয়া চাকরির আশায় টাকা জমা দিয়ে চাকরি না পেয়ে অভিযোগ করেন। হাসেম মিয়ার মতো আরও ৩০-৪০ জন এই চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছেন। 

সিআইডির মুখপাত্র জানান, চক্রটি প্রতারণার কৌশল হিসেবে বিশ্বাস স্থাপনের জন্য চাকরিপ্রার্থীদের টাকার বিপরীতে ব্যাংকের চেক দিত। টাকা হাতিয়ে নেওয়ার পর চাকরির কোনো ব্যবস্থা না করে অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এ বিষয়ে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণে অভিযোগ করা হলে হবিগঞ্জ ও রাজধানীর ভাটারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে চক্রের মূল হোতা রবি পল গমেজকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির এই কর্মকর্তা বলেন, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার