হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে পোশাক কর্মীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সুফিয়া খাতুন (১৮) নামে এক পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর এলাকার ছাপিলা পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি সুফিয়াকে তাঁর দ্বিতীয় স্বামী আশিক (১৮) পরিকল্পিতভাবে হত্যা করছেন। 

নিহত সুফিয়া শ্রীপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি ভাংনাহাটি গ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এদিকে অভিযুক্ত আশিক (১৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসার মিয়ার ছেলে। তিনি ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে একই কারখানায় চাকরি করেন। 

নিহতের মা সমলা বেগম জানায়, গত ২৩ জানুয়ারি তারিখে সুফিয়ার সঙ্গে একই এলাকার ডালেশহর গ্রামের মোকারমের বিয়ে হয়। সুফিয়া শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরির সুবাদে সহকর্মী আশিকের সঙ্গে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়ে তিনি। গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে সুফিয়া কারখানা থেকে বেতন আনার কথা বলে বাসা থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। 

এ বিষয়ে সুফিয়ার স্বামী প্রথম স্বামী মোকারম শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। নিহতের স্বজনেরা আরও জানান, নিখোঁজের কয়েক দিন পর সুফিয়া তাঁদের ফোন করে জানান, তিনি তাঁর প্রেমিক আশিকের সঙ্গে পালিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেছেন। 

নিহতের বড় ভাই সোহেল জানান, বুধবার রাত ৩টার দিকে পুলিশ আনসার রোডের ভাড়া বাসায় গিয়ে তাঁদের হাসপাতালে আসতে বলে। এ সময় পুলিশের সঙ্গে হাসপাতালে এসে সুফিয়ার মরদেহ দেখতে পান তাঁরা। 

নিহতের মা অভিযোগ করে বলেন, ‘আশিক আমার মেয়ের সংসার ভেঙেছে। তাঁকে নিয়ে গোপনে বিয়ে করেছে। এখন আমার মেয়েকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক ইমরান শেখ জানান, খবর পেয়ে রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স এখন ঢাকায়

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’