হোম > অপরাধ > ঢাকা

ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির অপেক্ষায় নিহত ছাত্রলীগ কর্মীর মা

গাজীপুরের শ্রীপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যা মামলার এক সপ্তাহে হয়ে গেছে। এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের অভিযুক্ত মূল হোতা যুবলীগ কর্মী মো. খায়রুল ইসলাম মীরসহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এদিকে ছেলের হত্যাকারীদের শাস্তির দাবি নিয়ে অপেক্ষায় আছেন নিহত ছাত্রলীগ কর্মী নয়নের বৃদ্ধা মা মনোয়ারা বেগম। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। অপরদিকে পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

খায়রুল ইসলাম মীর চক্রের হাতে নির্মমভাবে খুন হওয়া ছাত্রলীগ কর্মী 

নিহত নয়নের বৃদ্ধ মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে ওরা খুন করেছে এক সপ্তাহ হলো। আজ পর্যন্ত প্রধান অভিযুক্ত খায়রুল ইসলাম মীরকে গ্রেপ্তার করতে পারেনি। ওরা গ্রেপ্তার হলে আমার নয়নের আত্মার শান্তি পাবে। আমার ছেলের খুনিদের পুলিশের হাতে দেখার জন্য বেঁচে আছি।’ 

নিহত ছাত্রলীগ কর্মী নয়নের বড় ভাই মামলার বাদী মো. রতন শেখ বলেন, ‘২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মোট ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছি। সাত দিনে একজন আসামি গ্রেপ্তার হয়েছে। ন্যায় বিচারক পেতে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করার দাবি জানাই। আমার বিশ্বাস প্রধান আসামি খায়রুল ইসলাম মীরকে গ্রেপ্তার করতে পারলে আমরা ন্যায় বিচার পাব।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে। আসামিরা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হবেন বলে জানা তিনি। 

উল্লেখ, গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অভিযুক্ত খায়রুল ইসলাম মীর বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন ছাত্রলীগ কর্মী নয়ন শেখ। নয়ন শেখ উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের আব্দুল কাদির শেখের ছেলে। 

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ