হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে ৩৭ ভরি স্বর্ণ জব্দ, ৩ ক্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (ক্যাব) তিন সদস্য ও দুইজন যাত্রীকে গ্রেপ্তার করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। তাঁদের কাছ থেকে ৩৭ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। 

বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। 

এর আগে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাঁদের আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে মামলা দেওয়া হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—সিভিল অ্যাভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেলপার শাহজাহান, দুবাই থেকে আগত যাত্রী মো. তাজুল ইসলাম এবং মো. জামাল উদ্দিন। 

বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) তৎপরতায় দুই যাত্রীসহ তিনজন ক্যাব সদস্যকে স্বর্ণ চোরাচালানের সময় হাতেনাতে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে তাজুল ইসলাম ও জামাল উদ্দিন বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁদের সঙ্গে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের বার, মোবাইল ফোন এবং জুয়েলারি সামগ্রী পূর্ব পরিকল্পনা মতে সিভিল অ্যাভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেলপার শাহজাহানের কাছে হস্তান্তর করেন।’ 

 ‘পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাভসেক সদস্যরা কাস্টমস ফাঁকি দিয়ে স্বর্ণের বার, মোবাইল ফোন এবং জুয়েলারি সামগ্রী পাচারকালে ক্যাব সদস্যদের হাতেনাতে আটক করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেল থেকে দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করা হয়।’ 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আটককালে তাঁদের কাছ থেকে ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও ২০০ গ্রাম ওজনের ১৯ ধরনের জুয়েলারি সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ছাড়া তাঁদের কাছে পাঁচটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন পাওয়া যায়।’ তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ