রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মালট বাগান থেকে মো. মিনহাজ (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের একটি মালটাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিনহাজ পূর্ব ভবদিয়া গ্রামের আজাদ শেখের ছেলে।
প্রতিবেশী সালমা খাতুন বলেন, তিন ভাইয়ের মধ্যে মিনহাজ বড়। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আর পড়েনি। মিনহাজের বাবা ভ্যান চালান। আর মা পাশেই একটি কারখানায় কাজ করেন। গত রোববার নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সোমবার এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে মুক্তারের মালটাবাগানে লাশ পাওয়া যায়।
সালমা খাতুন আরও বলেন, বাগানমালিক মুক্তারের বিচার চাই। তিনি বাগানে বিদ্যুতের তার দিয়ে রাখতে পারেন না। সবাই তো জানে না, বাগানে বিদ্যুতের তার ফেলে রাখা হয়েছে।
নিহত শিশুর স্বজন শাহিন জানান, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় মিনহাজ। প্রতিবেশী আরেক শিশুকে বলে যে, মুক্তারের মালটাবাগানে যাচ্ছে। রাতে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরদিন সোমবার এলাকায় মাইকিং করেও সন্ধান মেলেনি। আজ সকালে একই গ্রামের মুক্তারের মালটাবাগানের বিদ্যুতের তারে মিনহাজের লাশ জড়িয়ে রয়েছে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ওই মালটাবাগানের চারপাশে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর মূল কারণ জানা যাবে।’