হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে নিখোঁজ শিশুর লাশ মিলল মালটাবাগানে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মালট বাগান থেকে মো. মিনহাজ (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের একটি মালটাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিনহাজ পূর্ব ভবদিয়া গ্রামের আজাদ শেখের ছেলে।

প্রতিবেশী সালমা খাতুন বলেন, তিন ভাইয়ের মধ্যে মিনহাজ বড়। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আর পড়েনি। মিনহাজের বাবা ভ্যান চালান। আর মা পাশেই একটি কারখানায় কাজ করেন। গত রোববার নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সোমবার এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে মুক্তারের মালটাবাগানে লাশ পাওয়া যায়।

সালমা খাতুন আরও বলেন, বাগানমালিক মুক্তারের বিচার চাই। তিনি বাগানে বিদ্যুতের তার দিয়ে রাখতে পারেন না। সবাই তো জানে না, বাগানে বিদ্যুতের তার ফেলে রাখা হয়েছে।

নিহত শিশুর স্বজন শাহিন জানান, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় মিনহাজ। প্রতিবেশী আরেক শিশুকে বলে যে, মুক্তারের মালটাবাগানে যাচ্ছে। রাতে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরদিন সোমবার এলাকায় মাইকিং করেও সন্ধান মেলেনি। আজ সকালে একই গ্রামের মুক্তারের মালটাবাগানের বিদ্যুতের তারে মিনহাজের লাশ জড়িয়ে রয়েছে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিশু মিনহাজের বাবা আজাদ শেখ বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। মিনহাজ ছোট মানুষ, মালটাবাগানে গিয়ে মালটা ছিঁড়তেই পারে। তাই বলে মেরে ফেলবে? আমার ছেলেকে আমি অনেক খুঁজেছি, মালটাবাগানেও খুঁজেছি, কিন্তু তাকে পাইনি। আজ বাগানে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় আমার ছেলের লাশ পাওয়া যায়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ওই মালটাবাগানের চারপাশে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর মূল কারণ জানা যাবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন