হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ লাখ টাকা মূল্যের সোনাসহ গ্রেপ্তার রোস্তম আলীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এই নির্দেশ দেন।
বিকেলে তাঁকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক আজিজুর তালুকদার আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার রোস্তম আলীকে বিমানবন্দর থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৬৯৬ গ্রাম। এ ছাড়া আরও ৩৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ।