হোম > অপরাধ > ঢাকা

১৪ বছর কনডেম সেলে থাকার পর বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহীর গোদাগাড়ীতে মা-মেয়ে খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। একই মামলার অপর এক আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

জানা যায়, ২০০৬ সালের ২০ অক্টোবর রাতে রাজশাহীর গোদাগাড়ীর ধুয়াপাড়া যৌবন গ্রামের সৌদি প্রবাসী বজলুর রহমানের স্ত্রী মিলিয়ারা খাতুন ওরফে রোকসানা ওরফে মালিয়া (৩০) এবং তাঁর মেয়ে পারভীনকে (৯) গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় মালিয়ার বাবা রফিকুল ইসলাম পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে স্থানীয় সোনাদ্দি ওরফে সোনারদী, ইসমাইল হোসেন বাবু, তরিকুল ইসলাম ভুতা এবং মোক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এই মামলায় ২০০৮ সালের ২৩ জুলাই রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারজনকেই মৃত্যুদণ্ডের রায় দেন। মামলার শুরু থেকেই পলাতক ছিলেন মোক্তার। আর রায়ের পর থেকে কনডেম সেলে ছিলেন বাকি তিন আসামি। এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি হাইকোর্টে আপিল করেন তিন আসামি। শুনানি শেষে হাইকোর্ট ২০১৪ সালের ১৩ মার্চ রায় দেন। রায়ে বিচারিক আদালতের সাজা বহাল রাখা হয়। 

এরপর তিন আসামি আপিল বিভাগে আবেদন করেন। তবে পলাতক থাকায় মোক্তার আপিল করেননি। তিন আসামির আপিল নিষ্পত্তি করে আজ রায় দেন আপিল বিভাগ। 

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, ‘এই মামলায় কোনো প্রতক্ষদর্শী ছিল না। দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। কেবল তরিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল। তাই তাঁর আপিল খারিজ এবং দীর্ঘদিন কনডেম সেলে থাকা বিবেচনায় দণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।’

আদালতে আসামি ইসমাইলের পক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান, সোনারুদ্দির পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা এবং তরিকুলের পক্ষে ছিলেন আইনজীবী এসএম বকস কল্লোল।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার