হোম > অপরাধ > ঢাকা

১৪ বছর কনডেম সেলে থাকার পর বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহীর গোদাগাড়ীতে মা-মেয়ে খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। একই মামলার অপর এক আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

জানা যায়, ২০০৬ সালের ২০ অক্টোবর রাতে রাজশাহীর গোদাগাড়ীর ধুয়াপাড়া যৌবন গ্রামের সৌদি প্রবাসী বজলুর রহমানের স্ত্রী মিলিয়ারা খাতুন ওরফে রোকসানা ওরফে মালিয়া (৩০) এবং তাঁর মেয়ে পারভীনকে (৯) গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় মালিয়ার বাবা রফিকুল ইসলাম পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে স্থানীয় সোনাদ্দি ওরফে সোনারদী, ইসমাইল হোসেন বাবু, তরিকুল ইসলাম ভুতা এবং মোক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এই মামলায় ২০০৮ সালের ২৩ জুলাই রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারজনকেই মৃত্যুদণ্ডের রায় দেন। মামলার শুরু থেকেই পলাতক ছিলেন মোক্তার। আর রায়ের পর থেকে কনডেম সেলে ছিলেন বাকি তিন আসামি। এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি হাইকোর্টে আপিল করেন তিন আসামি। শুনানি শেষে হাইকোর্ট ২০১৪ সালের ১৩ মার্চ রায় দেন। রায়ে বিচারিক আদালতের সাজা বহাল রাখা হয়। 

এরপর তিন আসামি আপিল বিভাগে আবেদন করেন। তবে পলাতক থাকায় মোক্তার আপিল করেননি। তিন আসামির আপিল নিষ্পত্তি করে আজ রায় দেন আপিল বিভাগ। 

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, ‘এই মামলায় কোনো প্রতক্ষদর্শী ছিল না। দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। কেবল তরিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল। তাই তাঁর আপিল খারিজ এবং দীর্ঘদিন কনডেম সেলে থাকা বিবেচনায় দণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।’

আদালতে আসামি ইসমাইলের পক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান, সোনারুদ্দির পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা এবং তরিকুলের পক্ষে ছিলেন আইনজীবী এসএম বকস কল্লোল।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট