হোম > অপরাধ > ঢাকা

সাহায্য চেয়ে ঘরে ডেকে গৃহবধূকে ধর্ষণ

সাভার (ঢাকা) প্রতিনিধি

গ্যাস সিলিন্ডারে সমস্যার কথা বলে সাহায্য চেয়ে ঘরে ডেকে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সাভারের আশুলিয়ায় এই অভিযোগে আসাদুজ্জমান রকি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে। 

সোমবার রাত ৯টার দিকে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে আসামি আসাদুজ্জমান রকিকে গ্রেপ্তার করে পুলিশ। 

রকি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তাঁর স্বামী ও আট বছরের সন্তানকে কাঠগড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। সোমবার সকালে স্বামী কাজে বের হয়ে যান। এরপর প্রতিবেশী রকি নিজের ঘরে গ্যাসের সিলিন্ডারে সমস্যা হয়েছে বলে তাঁকে সাহায্য করার জন্য ডাকেন। সরল মনে সাহায্য করার জন্য রকির ঘরে যান গৃহবধূ। রকি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী তাঁর স্বামী ও স্বজনদের ঘটনা জানান এবং তাঁদের পরামর্শে পরে থানায় অভিযোগ করেন। 

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম আজকের পত্রিকাকে জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আসামিকে কাঠগড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। রকিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল