রাজধানীর চকবাজার এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আরও দুজনকে আটক করেছে ধানমন্ডি থানার পুলিশ।
আটক দুজন হলেন আল-আমিন ওরফে বিল্লাল ও সবুজ। তাঁদের গত রাতে আটক করা হয়। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম।
আব্দুল্লাহ আল মাসুম জানান, রাজধানীর লালবাগ এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে মুগদা থেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে আল আমিন তরুণীকে মুখে রুমাল চেপে রিকশায় তুলে নিতে সহযোগিতা করেছিলেন। আটক দুজন পেশায় হকার। তাঁরা রাজধানীর গুলিস্তানে মোবাইল সরঞ্জাম বিক্রি করতেন।
এর আগে এ ঘটনায় মূল অভিযুক্ত মনির হোসেন শুভকে (২২) আটক করে র্যাব-৩।
চার দিন আটকে রেখে ধর্ষণ শেষে গতকাল বুধবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় ফেলে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। ধর্ষণের শিকার তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।