হোম > অপরাধ > ঢাকা

দেড় কোটি টাকার সোনা ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে সোনার বার ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খানকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করে মধুখালী থানা-পুলিশ। তৌফিক বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, সোনা ছিনতাইয়ের ঘটনায় গত শুক্রবার রাতে ব্যবসায়ী রাসেল মিয়া মামলা করেন। এরপর অভিযান চালিয়ে রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রইচের জবানবন্দির সূত্র ধরে গতকাল সন্ধ্যায় তৌফিক খানকে আটক করা হয়।

এর আগে গত শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাসেল মিয়া নামে এক সোনা ব্যবসায়ী কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ