হোম > অপরাধ > ঢাকা

ধামরাইয়ে বৃদ্ধ নানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বৃদ্ধ নানার (৬০) ধর্ষণের শিকার হয়ে এক প্রতিবন্ধী নারী (২৫) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে সাজেদা বেগম নামে ওই ধর্ষকের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চৌহাট ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
 
এর আগে গত বৃহস্পতিবার এ ঘটনা জানাজানি হলে রাতেই ধামরাই থানায় ওই নানা ও তাঁর এক সহযোগীকে আসামি করে একটি মামলা করে ভুক্তভোগীর পরিবার। 
 
মামলার আসামিরা হলেন, ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের মৃত চান মিয়ার ছেলে ছফুর উদ্দিন ও একই এলাকার মোয়াজ্জেমের স্ত্রী সাজেদা বেগম। 
 
পুলিশ জানায়, গত কয়েক মাস আগে ওই প্রতিবন্ধী নারীর বাড়িতে নিয়মিত যাতায়াতকালে তাঁকে একাধিকবার ধর্ষণ করে ওই বৃদ্ধ। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি ওই পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষা করানোর পর তাঁর গর্ভকাল ধরা পড়ে। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই নানার কথা জানিয়ে দেয়। 
 
এ বিষয়ে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। 

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি