হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধুর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বন্ধুর হামলায় ইমন (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইমন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে। তিনি স্থানীয় একটি সোয়েটার কোম্পানিতে কাজ করতেন। আহত বাকি দুজন শাহরিয়ার জয় এবং মশিউর রহমান রনি তাঁর বন্ধু। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিনে দিনে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তাঁকে এড়িয়ে চলতেন। সে জন্য রাসেল তাঁর বাহিনীর ৮-১০ জন সদস্য নিয়ে বুধবার সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করেন। পরে আবার রাতে রাসেল বাহিনী ইমন, শাহরিয়ার জয় ও রনির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে