হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ২ সাংবাদিককে মারধর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রবের তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। তাঁরা হলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার ও ডিবিসি নিউজের ভিডিওগ্রাফার মামুন। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ক্লিনিকের দালালেরা হাসপাতালের অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন। এদিন দুপুরে জরুরি বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক বিপুল হাসান নাজমুল। এ সময় এক দালাল টাকার বিনিময়ে রোগীদের সিরিয়াল ভেঙে অন্যকে সুযোগ করে দিচ্ছিলেন। এ নিয়ে দালালদের সঙ্গে রোগীদের বচসা হয়। এ সময় সাংবাদিক আবির ছবি তুললে দালালেরা তাঁকে মারধর করেন। তখন মামুন এগিয়ে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে সাংবাদিকসহ উপস্থিত লোকজন জাহিদ নামের এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী আবির বলেন, ‘আমরা মূলত হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে গিয়েছিলাম। সেখানে দেখি, জরুরি বিভাগে দালালেরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এর ছবি তুললে পাঁচ-ছয়জন দালাল আমাদের মারধর করেন। পরে চিকিৎসকের কক্ষে দুই দালালকে আশ্রয় দেন জরুরি বিভাগের লোকজন।’

অন্য ভুক্তভোগী মামুন বলেন, ‘পাঁচ-ছয়জন দালাল জরুরি বিভাগের সামনে আমাকে মেরে রক্তাক্ত করেছেন; কিন্তু হাসপাতালের কেউ এগিয়ে আসেননি।’

হামলার বিষয়ে জানতে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

তবে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা