হোম > অপরাধ > ঢাকা

অবশেষে চুরি হওয়া শিশুকে উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের শ্রীপুর থেকে চুরি করে নিয়ে যাওয়া এক বছর বয়সী শিশু তাওফিকা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারের একটি কাপড়ের দোকান থেকে শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ। 

শিশু তাওফিকা আক্তার শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মো. সজীবুর রহমানের মেয়ে। 

কাপড়ের দোকানের কর্মচারী রুবেল মিয়া বলেন, ‘এক নারী ও এক পুরুষ কিছু জামাকাপড় কেনার পর তাঁদের আরও কেনাকাটা রয়েছে বলে শিশুটিকে দোকানে রেখে যান। পরে অনেক সময় অতিবাহিত হলেও তাঁরা আর ফিরে আসেননি। এতে আমার সন্দেহ হলে থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ 

শিশুটির বাবা সজীবুর রহমান বলেন, ‘আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি, এতেই হাজার হাজার শুকরিয়া। ওরা আমার মেয়ের ক্ষতি করতে পারত। কিন্তু কিছুই করেনি। এ জন্য আমি তাদের বিরুদ্ধে মামলা করব না। বিচার আল্লাহর কাছে দিলাম।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুটিকে চুরি করার পরপরই থানার পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেরুন শিশুটিকে একটি কাপড়ের দোকানে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয়। 

ওসি আরও বলেন, শিশুটিকে চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা রুজু করা হয়নি। 

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুল খালেকের বাড়ি থেকে ওই শিশুকে চুরি করে নিয়ে যান ভাড়াটিয়া মেহেরুন। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ