হোম > অপরাধ > ঢাকা

হত্যা মামলায় ২০ বছর পর মৃত্যুদণ্ডের আসামিরা খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরে ২০০১ সালে কৃষক মাহতাব হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত দুই আসামিকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স খারিজ করে আজ মঙ্গলবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ রায় দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরু আজকের পত্রিকাকে বলেন, ‘দুই আসামি—মানিক মিয়া ও হাসান আলী বিচারিক আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। তাঁরা এখনো পলাতক। দুই আসামির নাম এফআইআরে ছিল না। তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই। এ ছাড়া ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্যও নেই। আদালত এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁদের খালাস দিয়েছেন।’ তবে এই বিষয়ে আপিলের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে জানান জাহিদ আহমেদ।

জানা যায়, পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহতাব হোসেনকে ২০০১ সালের ৩০ জুলাই রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান দুর্বৃত্তরা। পরের দিন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক চারজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

বিচার শেষে ২০১৬ সালের ২৮ নভেম্বর রংপুরের বিশেষ জজ আদালত আসামি মানিক মিয়া ও হাসান আলীকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার