হোম > অপরাধ > ঢাকা

ঢাকায় সাড়ে তিন হাজার মাদক কারবারি, গডফাদার রয়েছে শতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় পৃষ্ঠপোষকসহ সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছেন। তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ীদের মধ্যে গডফাদার রয়েছেন শতাধিক। এই তালিকা ধরে ধরে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

আজ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফজলুর রহমান এসব কথা জানান। 

অতিরিক্ত এই পরিচালক বলেন, মাদকদ্রব্য আইনে নিজ পজিশনে মাদক না থাকলে কাউকে গ্রেপ্তার করা যায় না। তাই আমরা চাইলেও তাদের গ্রেপ্তার করতে পারছি না। তবে এই ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে। সুযোগ পেলেই গ্রেপ্তার করা হবে। 

ফজলুর রহমান বলেন, এদিকে আগে যাঁরা ইয়াবার কারবার করতেন, তাঁরাই আবার মিয়ানমার থেকে ভয়ানক মাদক আইস নিয়ে আসছেন। আর এই কারবারের সঙ্গে জড়িত হচ্ছেন বিদেশফেরত উচ্চশিক্ষিতরা। গতকাল রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল, রমনা এলাকা থেকে আইসসহ পাঁচজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাকারিয়া আহমেদ, তারেক আহমেদ, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম ও জসিম উদ্দিন। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস