রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে আহত গোপাল বিশ্বাস মারা গেছেন। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানানো হবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের বনগ্রাম শ্মশান ঘাট এলাকায় দুর্বৃত্তরা গোপাল বিশ্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্বৃত্তদের গুলিতে গোপাল গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।