হোম > অপরাধ > ঢাকা

চাকরি দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ মাসুদ রানা ওরফে চান্দু (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে ভুক্তোভোগী ওই নারী (৪৩) বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

এর আগে গতকাল শনিবার বিকেলে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

মামলায় জানা গেছে, গ্রেপ্তার মাসুদ পাগাড় ঝিনু মার্কেট এলাকায় ওই নারীর নিজ বাসার সামনে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) দোকান দিয়ে ব্যবসা করতেন। অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে পরিচয় হয় তাঁদের। পরে ওই নারী চাকরির বিষয়ে প্রায়ই মাসুদের সঙ্গে আলাপ করতেন। মাসুদ ওই নারীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে গতকাল বিকেলে মাসুদ চাকরির বিষয়ে কথা আছে বলে ওই নারীর বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারীর পরিবার পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে মাসুদকে আটক করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মাসুদকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট