হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক ৩৮

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুইটি অভিযানে জুয়া খেলার অভিযোগে ৩৮ জনকে আটক করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেলে আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন-মো. দেলোয়ার হোসেন (৫২), মো. সেলিম (৪৫), শ্রী রনজিদ চন্দ্র পাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৩২), মো. মনিরুল ইসলাম (৪০), মো. আলামিন (৩২), মো. জাহিদুল ইসলাম (৩২), মো. জাকির হোসেন (৩৮), মো. ইলিয়াস মিয়া (৩৬), মো. মোশারফ গাজী (৪৬), মো. হাবিব (৩৫), মো. আনোয়ার হোসেন (৪৩), আলী হোসেন (৫০), মো. আবুল কালাম (৪৮), মোছা. সামসুন নাহার (৪৩) মো. হান্নান (৩২), শেখ বাবর আলী (৫৭), মো. শহিদুল ইসলাম খোকন (৪২), মমিন (২৫), মো. আমির হোসেন (২৮), মো. খোকন (২৮), মো. রতন ভূঁইয়া (৩৮), মো. মোক্তার হোসেন (৪৫), মো. নাজির আলী (৫৩), মো. রবিউল ইসলাম রানা (২৭), মো. শাহআলম (২৬), মোছা. সালমা বেগম (৩৪), মো. আমিরুল ইসলাম (২৬), মো. কামরুল হাসান (৩৬), মো. কিরন মোল্লা (২৯), মো. সুজন (২২), মো. মনির হোসেন (২৫), মো. রহমত আলী (২৭), মো. নাজমুল ইসলাম (২০), মো. ওমর ফারুক (২৪), বিজয় চন্দ্র সরকার (২৬), মা: এরশাদ আলী (৩০) এবং মো. মহসিন (৩২)।

র‍্যাব-১১ মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এবং নিমাই কাশারী এলাকায় গোপনে চলতো এই জুয়ার আসর। অনেক দিনের চেষ্টায় নিমাই কাশারী ও শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ২৯ হাজার ৯৪৫ টাকা,৬টি বিয়ার ক্যান এবং ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাহমুদুল হাসান আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের