হোম > অপরাধ > ঢাকা

তুরাগে ‘সাবেক স্বামীর ছুরিকাঘাতে’ নারীর মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকলিমা আক্তারের সাবেক স্বামী ইকরাম চাপরাশি (২৮) পলাতক রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তুরাগ থানাধীন উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহালিয়া মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আকলিমা আক্তার ভোলা জেলার দুলারহাট উপজেলার আহমদপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। ইকরাম চাপরাশির বাড়িও একই গ্রামে। 

আকলিমার মৃত্যুর বিষয়টি আজ রোববার তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর নিশ্চিত করেছেন। 

এসআই আলমগীর কবীর বলেন, ‘নিহত আকলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

ওই নারীর বাবার অভিযোগের বরাতে আলমগীর কবীর জানান, অভিযোগে আকলিমার বাবা বলেছেন, ‘তাঁর মেয়ের হত্যাকারী সাবেক স্বামী ইকরাম। ইকরাম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আকলিমাকে হত্যা করেছে।’ 

আহালিয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আকলিমা উত্তরা ১৪ নম্বর সেক্টর সংলগ্ন খেলার মাঠের পাশে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তাঁর সাবেক স্বামী ইকরাম চাপাতি দিয়ে আকলিমাকে আঘাত করে। তখন গুরুতর আহত অবস্থায় আকলিমাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি তুরাগ থানা-পুলিশ। এ বিষয়ে আকলিমার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। 

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা