হোম > অপরাধ > ঢাকা

ডাক্তার-নার্স বেশে চুরি, গ্রেপ্তার ৬ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শরীরে ডাক্তারি পোশাক, মুখে মাস্ক, গলায় আইডি কার্ড। ডাক্তার ও নার্স বেশে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরিতে জড়িত একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মো. নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান (৫১)। 

এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

আ. আহাদ বলেন, ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ডাক্তার ও নার্সদের অ্যাপ্রোন, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড পরে সুকৌশলে বাসায় প্রবেশ করে চুরি করেন চক্রের সদস্যরা। এরপর কৌশলে মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে সটকে পড়ে। এই চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিম (২২)। মিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি নিয়মিত মামলা ও দুটি সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

ডিসি আরও জানান, আফসানা আক্তার এশা ওরফে মিম (২২) গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার করে এবং মো. মোখলেছুর রহমান (৫১) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ