শরীরে ডাক্তারি পোশাক, মুখে মাস্ক, গলায় আইডি কার্ড। ডাক্তার ও নার্স বেশে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরিতে জড়িত একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মো. নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান (৫১)।
এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি নিয়মিত মামলা ও দুটি সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ডিসি আরও জানান, আফসানা আক্তার এশা ওরফে মিম (২২) গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার করে এবং মো. মোখলেছুর রহমান (৫১) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।