হোম > অপরাধ > ঢাকা

কলেজছাত্রীকে ছুরিকাঘাতে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে সে। 

ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. মাসুদ মিয়ার মেয়ে। সে বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন, গাজীপুরের শ্রীপুরের বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের একটি দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

তিনি আরও বলেন, শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকায় তাঁর ফুপুর বাড়িতে আত্মগোপনে ছিল বখাটে যুবক মামুন। 

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে র‍্যাব-১ থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়ন কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করে বখাটে মামুন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বরামা গ্রামের বালুমহাল এলাকায় এ ঘটে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ