হোম > অপরাধ > ঢাকা

ভ্রাম্যমাণ দোকানে বছরে অর্ধকোটি টাকার চাঁদাবাজি, তদন্তের মুখে ঢাবির প্রক্টরিয়াল টিম

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বছরে অর্ধকোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্রক্টরিয়াল মোবাইল টিমের বিরুদ্ধে। এ অভিযোগে সাবেক সহকারী প্রক্টর মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির বাকি দুই সদস্য হলেন—সহকারী প্রক্টর লিটন কুমার ও রোকেয়া হলের আবাসিক শিক্ষক দিলারা জাহিদ। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রক্টরিয়াল মোবাইল টিমের কতিপয় সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। যাচাই বাছাই করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদনে জমা দেওয়ার জন্য বলা হলো।’ 

একই সঙ্গে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ কমিটির কাছে পেশ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লাইন্সম্যানদের মাধ্যমে তিন শতাধিক অবৈধ দোকান বসিয়ে বছরে অর্ধকোটি টাকা চাঁদা তুলে প্রক্টরিয়াল মোবাইল টিম। এই চাঁদাবাজির নেতৃত্বে রয়েছেন প্রক্টর কার্যালয়ের টোকেনম্যান শামীম হোসাইন। 

প্রক্টর কার্যালয়ের সেকশন অফিসার মো. রেজাউল করিম, প্রক্টরিয়াল টিমের সদস্য মো. জুয়েল, মো. মিরাজ, মো. মেহেদী, মাসুদ রানা, হামিদুর রহমান, জহিরুল ইসলাম, মো. আবদুল্লাহ, আমিনুল ইসলাম, কৃষাণ, মো. সালাউদ্দিন ও মো. জাহিদের পকেটে টাকার ভাগ যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ