হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকেলে তাঁকে আদালতে হাজির করে ডেমরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গতকাল ডেমরা থানায় মামলাটি করেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। সাত মাস ধরে ওই মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও মেয়ের পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। গতকাল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।

ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান নোবেল। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘবিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।

বছর দুই আগে ২০২৩ সালে অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ায় প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়। জানা যায়, ওই বছরের ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় এক দিন রিমান্ডেও ছিলেন এই গায়ক।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল