হোম > অপরাধ > ঢাকা

সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী (২০)। আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে থানায় একটি মামলা করেন তিনি। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর একটি হাসপাতালে নিয়ে যায়। 

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মাজেদুল ফারুক (৩৫)। তিনি গাজীপুর মহানগরীর পূর্ব ধিরাশ্রম এলাকার আব্দুল হাইয়ের ছেলে। 

পুলিশ জানায়, কয়েক বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। পরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তাঁরা। দাম্পত্য কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু অভিযুক্ত মাজেদুল ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। গত বছরের ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে ফোন করে ডাকেন মাজেদুল। টঙ্গীর সাহেরা মার্কেট এলাকায় ডেকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে রাতভর গাড়িতে ধর্ষণ করেন মাজেদুল। পরদিন শনিবার ভোরে টঙ্গী কলেজ গেট এলাকায় ওই নারীকে ফেলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। ঘটনার দুই দিন পর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। 

ভুক্তভোগী ওই নারী জানান, ‘সাংসারিক নানা বিষয়ে বনিবনা না হওয়ায় মাজেদুলকে তালাক দিই। তালাকের পর মাজেদুল আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। আমাকে ফের বিয়ের আশ্বাস দিয়ে শুক্রবার রাতে ফোন করে ডেকে নিয়ে গাড়িতে তুলে ধর্ষণ করে। থানায় মামলা করেছি। র‍্যাব থেকে ফোন করে মাজেদুলকে গ্রেপ্তারের বিষয়টি আমাকে জানাল।’ 

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র‍্যাব মাজেদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি। 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন