হোম > অপরাধ > ঢাকা

সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী (২০)। আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে থানায় একটি মামলা করেন তিনি। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর একটি হাসপাতালে নিয়ে যায়। 

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মাজেদুল ফারুক (৩৫)। তিনি গাজীপুর মহানগরীর পূর্ব ধিরাশ্রম এলাকার আব্দুল হাইয়ের ছেলে। 

পুলিশ জানায়, কয়েক বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। পরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তাঁরা। দাম্পত্য কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু অভিযুক্ত মাজেদুল ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। গত বছরের ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে ফোন করে ডাকেন মাজেদুল। টঙ্গীর সাহেরা মার্কেট এলাকায় ডেকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে রাতভর গাড়িতে ধর্ষণ করেন মাজেদুল। পরদিন শনিবার ভোরে টঙ্গী কলেজ গেট এলাকায় ওই নারীকে ফেলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। ঘটনার দুই দিন পর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। 

ভুক্তভোগী ওই নারী জানান, ‘সাংসারিক নানা বিষয়ে বনিবনা না হওয়ায় মাজেদুলকে তালাক দিই। তালাকের পর মাজেদুল আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। আমাকে ফের বিয়ের আশ্বাস দিয়ে শুক্রবার রাতে ফোন করে ডেকে নিয়ে গাড়িতে তুলে ধর্ষণ করে। থানায় মামলা করেছি। র‍্যাব থেকে ফোন করে মাজেদুলকে গ্রেপ্তারের বিষয়টি আমাকে জানাল।’ 

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র‍্যাব মাজেদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি। 

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে