হোম > অপরাধ > ঢাকা

অবৈধ সম্পদ: প্রস্তুতিই নিতে পারছেন না সম্রাটের আইনজীবী, ২০ বার পেছাল শুনানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন এই তারিখ ধার্য করেন।

আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। সম্রাট আদালতে হাজির ছিলেন। কিন্তু শুনানি করতে প্রস্তুত হতে পারেননি বিধায় তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। 

অ্যাডভোকেট আফরোজা শাহানাজ পারভীন হীরা বিষয়টি নিশ্চিত করেন।

এই নিয়ে ২০ বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। ২০২২ সালের ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর, ১১ ডিসেম্বর, গত বছরের ৩০ জানুয়ারি, ১ মার্চ, ৯ এপ্রিল, ১৫ মে,১৫ জুন, ১ জুলাই, ৬ জুলাই, ২৮ আগস্ট, ২ অক্টোবর, এ বছরের ১৫ জানুয়ারি, ৫ মার্চ ও ২১ এপ্রিল অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি। 

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ–পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। 

সম্রাট গ্রেপ্তার হওয়ার পর জামিন দেওয়া হলে হাইকোর্টের নির্দেশে জামিন বাতিল হয়। পরে ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটকে গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আদালত। সেই দিন থেকে তিনি জামিনে আছেন।

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল