হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎমাসহ ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎমা ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি উজির আলী শেখ এই তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাফশিয়া বেগম (৪০) ও তাঁর প্রেমিক খোরশেদ মোল্লা (৫০)। তাঁরা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২২ অক্টোবর মর্জিনা রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ থেকে ফিরে বাড়িতে এসে সৎ মা হাফশিয়া ও তাঁর প্রেমিক খোরশেদকে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তখন হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামি করে রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, ‘খোরশেদ ও হাফশিয়া মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জবানবন্দি দেয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ 

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক