হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎমাসহ ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎমা ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি উজির আলী শেখ এই তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাফশিয়া বেগম (৪০) ও তাঁর প্রেমিক খোরশেদ মোল্লা (৫০)। তাঁরা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২২ অক্টোবর মর্জিনা রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ থেকে ফিরে বাড়িতে এসে সৎ মা হাফশিয়া ও তাঁর প্রেমিক খোরশেদকে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তখন হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামি করে রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, ‘খোরশেদ ও হাফশিয়া মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জবানবন্দি দেয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ 

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল