হোম > অপরাধ > ঢাকা

সৌদি রিয়াল কিনে চিকিৎসক পেলেন গামছা আর কাগজ, ৯ লাখ টাকা গচ্চা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের মুদ্রা রিয়াল কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন এক চিকিৎসক। কম দামে রিয়াল দেওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। বিনিময়ে ওই চিকিৎসক পেয়েছেন গামছায় মোড়ানো সাদা কাগজ। এমন প্রতারণার অভিযোগ পেয়ে ওই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—লিয়াকত (৩৫), মিরাজ তালুকদার (৫০), মো. আহাদ শেখ (৫৮), হায়দার মৃধা (৫৭), মফিজুল মিয়া (৩৫) এবং ইমারাত মোল্লা (৬১)। 

আজ শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান। 

ওসি জানান, এক চিকিৎসক গত ১৮ ফেব্রুয়ারি সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। পথে অজ্ঞাতনামা এক ব্যক্তি সৌদি রিয়াল কোথায় ভাঙানো যায় তাঁর কাছে জানতে চান। ওই চিকিৎসক ব্যক্তিটিকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এআর মানি এক্সচেঞ্জ দেখিয়ে দেন। পথ দেখিয়ে দেওয়ার পরও সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করেন ওই ব্যক্তি। 

অনুরোধ রাখতে চিকিৎসক ওই ব্যক্তির সঙ্গে মানি এক্সচেঞ্জে যান। সেখান থেকে ১০০ রিয়াল পরিবর্তন করে টাকা নেন ওই ব্যক্তি। এআর মানি এক্সচেঞ্জ থেকে বের হয়ে ব্যক্তিটি চিকিৎসককে বলেন, তাঁর কাছে আরও অনেকগুলো সৌদি রিয়াল আছে। সেসব মানি এক্সচেঞ্জের চেয়ে কম মূল্যে দিতে চান। ৯ লাখ রিয়াল মাত্র ৯ লাখ টাকায় দেবেন তিনি। 

প্রস্তাবে রাজি হয়ে যান ওই চিকিৎসক। এরপর গত ১ মার্চ সেই অজ্ঞাতনামা ব্যক্তি চিকিৎসককে ফোনকল করে রিয়াল নিতে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ যেতে বলেন। কথা মতো তিনি সেখানে যান। তখন ওই ব্যক্তির সঙ্গে আসা আরও দুই ব্যক্তি তাঁকে একটি ব্যাগ দেন। 

প্রথম ব্যক্তিটি বলেন, ব্যাগের মধ্যে ৯ লাখ রিয়াল আছে। চিকিৎসক ব্যাগটি নিয়ে নগদ ৯ লাখ টাকা তাঁদের দেন। বাসায় গিয়ে ব্যাগটি খুলে পান গামছা দিয়ে মোড়ানো কিছু কাগজ! পরে বনানী থানায় মামলা করেন ওই চিকিৎসক। 

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মামলার পর বনানী থানা-পুলিশ গত ২১ মে গোপালগঞ্জ জেলা থেকে লিয়াকত নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে চক্রের বাকি ৫ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতারণা করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে বলে জানান ওসি।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ