হোম > অপরাধ > ঢাকা

শিবচরে যুবলীগ নেতাকে কুপিয়ে টাকা কেড়ে নিল ডাকাত দল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

পাঁচ্চর-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে অটোরিকশার গতি রোধ করে শিবচর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আজাদ হাওলাদারকে কুপিয়েছে ডাকাতের দল। এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা কেড়ে নেয় তারা।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত আজাদ হাওলাদারের বাড়ি উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে ভোরে ভাঙ্গায় যাচ্ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় আহত হয়েছে আরও দুজন।

জানা গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে অটোরিকশায় করে ভাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় দুই মাছ বিক্রেতা এবং অটোচালক তাঁর ভাই রকিব হাওলাদার ছিলেন। ভোর ৪টার দিকে তাঁদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮ থেকে ১০ জনের ডাকাত দল পথ রোধ করে। এ সময় আজাদ হাওলাদারকে কুপিয়ে সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া অটোতে থাকা বাকি তিনজনকেও পিটিয়ে জখম করে ডাকাতের দল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে গেলে সড়কে তাঁদের গতি রোধ করে ডাকাতদল। পরে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে আজাদ চিকিৎসাধীন রয়েছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়