হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুর পোশাক শ্রমিককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ 

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কারখানায় শ্রমিককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৩ নভেম্বর) গ্রেপ্তারকৃত আসামি সাব্বির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শ্রীপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন (১৮) উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। 

নিহত পোশাক কারখানায় শ্রমিক আল আমিন (৩৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের মুন্তাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেকুল ইসলাম বলেন, ‘গত সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে রাজাবাড়ি ইউনিয়ন রাজেন্দ্রপুর এলাকার একটি ওষুধের দোকান থেকে পোশাক কারখানায় শ্রমিক আল আমিনকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকের বোন রোজিনা খাতুন বাদী হয়ে ১৩ জনকে আসামিকে করে হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার ৫ নম্বর আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।’ 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন