হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুর পোশাক শ্রমিককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ 

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কারখানায় শ্রমিককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৩ নভেম্বর) গ্রেপ্তারকৃত আসামি সাব্বির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শ্রীপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন (১৮) উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। 

নিহত পোশাক কারখানায় শ্রমিক আল আমিন (৩৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের মুন্তাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেকুল ইসলাম বলেন, ‘গত সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে রাজাবাড়ি ইউনিয়ন রাজেন্দ্রপুর এলাকার একটি ওষুধের দোকান থেকে পোশাক কারখানায় শ্রমিক আল আমিনকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকের বোন রোজিনা খাতুন বাদী হয়ে ১৩ জনকে আসামিকে করে হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার ৫ নম্বর আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।’ 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক