হোম > অপরাধ > ঢাকা

মোবাইল কাভারে সাত কেজি স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটক

উত্তরা (বিমানবন্দর) প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোবাইল কাভারের ভেতর থেকে প্রায় সাত কেজি স্বর্ণসহ মোহাম্মদ আরিফ (২৭) নামের একজন যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। 

আটক হওয়া ওই যাত্রী হলেন—চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গল মোড়া গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। 

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় সাত কেজি স্বর্ণসহ আরিফ নামের একজন যাত্রীকে আটক করা হয়েছে। তিনি দুবাই থেকে বাহরাইনের কানেকটিং ফ্লাইটে বিমানবন্দরে এসেছিলেন। 

ডিসি সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আটক হওয়া ওই যাত্রীর মোবাইলের কাভারের ভেতর থেকে ৫৮টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণা লঙ্কার জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণগুলো তিনি সুকৌশলে মোবাইলের কাভারের ভেতরে লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন।’ 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা এবং শুল্ক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার সানোয়ারুল কবীর।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার