গাজীপুরের কালীগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে নির্যাতনের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে জামাল উদ্দিন (৫০) নামের এক মুদি দোকানিকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক এইচএম ইমন।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে এসআই জানান, ওই শিশুর বাবা পেশায় একজন রিকশা চালক। মা স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। প্রতিদিন মেয়েকে বাড়ি রেখে বাবা-মা দুজনেই কাজে বের হন। গতকাল মঙ্গলবার দুপুরে ওই শিশু তেল কিনতে জামালের দোকানে যায়। এ সময় মুদি দোকানি জামাল দোকানের সাঁটার বন্ধ করে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তেল আনতে দেরি হওয়ায় শিশুটির বড় বোন দোকানে গেলে ওই মুদি দোকানি দৌড়ে পালিয়ে যায়।
এসআই ইমন আরও জানান, এ ঘটনায় আজ বুধবার দুপুরে শিশুটির জবানবন্দির জন্য গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত জামালকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এসআই ইমন।